কুরুক্ষেত্র
এই গ্রামের পাখি ওই গ্রামের দিকে উড়ে যাচ্ছে
এই গ্রাম আর ওই গ্রামের মধ্যে
ধু ধু এক মাঠ
কৃষকেরা ধানচাষ করে; ডিপ টিউবওয়েলে জলসেচ
দিয়ে
শুকনো মৌসুমে রবিফসলের চাষও হয় বেশ
অনেক অনেক দিন পূর্বে এই মাঠে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল
এই গ্রাম থেকে ওই গ্রামে সেই যুদ্ধের খবর
পৌঁছে দিতে উড়ে যাচ্ছে পাখি
পোষা বরফের রাজ্য
বউদের বিচিত্র শখ; ওরা চায় ঘরের ভেতর
একুরিয়ামে
সমুদ্র পুষতে। কেউ পোষে টবে করে
একটি লঙ্কাগাছ
কেউ আবার কাঠের বাক্সে পোষে একজোড়া মুরগিও
বউদের শখ নিয়ে নানা মত আছে
বাউরা ফ্রিজের মধ্যে যত্নে লালন করে
বরফ ও নির্জনতা ভরা পৃথিবীর উত্তর গোলার্ধ
সেখানেও শ্বেতভালুক! দেখেছেন কেউ?
স্নো চাইল্ড
আইসক্রিম বিক্রেতা বাক্স ভরে নিয়ে যাচ্ছে
বরফের বাচ্চাগুলো
আহা রে! বাপ মা ছাড়া বরফের বাচ্চাগুলো
ওদের মা বাবা আছে পৃথিবীর উত্তরে; অনেক দূরের দেশে
ওরা আজ এখানে প্রবাসে!
পেজমার্কার
কুড়িয়ে পাওয়া ধাতব মুদ্রাগুলো। মুদ্রাগুলো শায়েস্তা খাঁ’র
সময়ের
আওড়িয়ে যাচ্ছি; -এক টাকায় আটমণ চাল
আট টাকায় এক মণ ঘি
লোকগুলো আমাকে উন্মাদ ভেবে নিয়ে যাচ্ছে পাগলাগারদে!
এ তো ঠিক পাগলাগারদও নয়; সস্তার আলো ও আবহ মেশানো
শায়েস্তা খাঁ’র দরবারগৃহ
পরে বুঝি; লোকগুলো আমাকে আটকে দিয়েছে
মস্ত এই ইতিহাস বইয়ের পেজমার্ক করে
(চিত্রঋণ :
জোন মিরো)
সেরা। অনেক অনেক দিন পূর্বে এই মাঠে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল
ReplyDeleteএই গ্রাম থেকে ওই গ্রামে সেই যুদ্ধের খবর
পৌঁছে দিতে উড়ে যাচ্ছে পাখি - রেনেসাঁ
ধন্যবাদ, রেনেসাঁ।
ReplyDeleteকি গেরস্থালির থেকে সুন্দর কবিতা পাচ্ছি
ReplyDeleteধন্যবাদ, শান্তনু।
ReplyDeleteকুরুক্ষেত্রে মজে আছি...
ReplyDeleteভালোবাসা।
Deleteএকটা দীর্ঘ মন্তব্য করার ইচ্ছে ছিলো কিন্তু আবোল-তাবোল তো কিছু লেখা যায় না । কবিতাগুলো এতোটাই উৎকৃষ্ট যে আমাকে মন্তব্য করার শব্দগুচ্ছকে এলোমেলো করে দিয়েছে । কি লিখবো বুঝতে পারছি না ।
ReplyDeleteধন্যবাদ।
Deleteভাবনার বাইরে কল্পনার ডানা বিস্তার। পাঠকেও অনুসরণ করতে বাধ্য করে। বেশ আনন্দ পেলাম, পাঠ শেষেও রেশ থেকে যায়। ধন্যবাদ মাসুদার, শুভেচ্ছা রইল।
ReplyDeleteঅনেক শ্রদ্ধা ও ভালোবাসা, অমল'দা।
Deleteমেলে লিংক পেলাম। ছুটে এলাম প্রিয় মাসুদারদার কবিতা পড়তে। চমকেছি। সব থেকে চমকেছি দ্বিতীয়টিতে। আপনার কবিতা পড়লে মনে হয় আমিও কবিতা লিখি, কিন্তু লিখি বললেই কী আর লেখা যায়? একটা মুগ্ধতা আসে লেখা পড়ে। মুগ্ধতা জানাই খুল্লামখুল্লা। কোনও কার্পণ্য কিংবা অকারণে খুশি করা বিষয় থেকে ঢের দূরে।
ReplyDeleteফেসবুকে নিষ্ক্রিয় আছি ১২ ফেব্রুয়ারি থেকে। সেই কাজটি করছি, শেষ হবে ৭ মার্চ, হয়তো। আপনাকে এর মধ্যে একদিন মেলও করেছি, আপনি হয়তো দেখেননি। ভাল থাকুন।
অমিত, মিস করছি তোমাকে। অনেক অনেক ভালোবাসা।
Deleteআপনাকেও। অনন্ত মন খারাপ নিয়ে আড়ালে আছি। আপনার সঙ্গে আইরিনের সঙ্গে মাঝে মাঝে কথা বলে ভাল লাগত। আনন্দ পেতাম। আসব ফিরে, ক'দিন পর। কাজ আর মনখারাপ-পর্ব শেষে। ভাল থাকুন আপনি। চমৎকার লিখছেন। খুশি করার জন্য বলছি না। যাঁদের লেখা পড়ে খুশি হইনি, বলতেও পারনি শেষে, তাঁরা ভুল বুঝেছেন। আমকে পাঠক হিসেবে তো সৎ থাকতে হবে।
Deleteফিরে এসো। অপেক্ষা...
Deleteউপন্যাসটি শেষ হলেই। কারোর কথা রাখতে পারি না। এবারে একবার চেষ্টা করি, অন্তত একবার। ৭ তারিখে শেষ হতে পারে। বা তার আগেই। ঈশ্বরের লিবিডো আর অন্ধসাপ, মকশো করা, দুটো পরিচ্ছেদ প্রকাশিত হবার পরও আর লিখলাম না, ইচ্ছে হল না, সেটা পড়ে, আজও, কবে হবে, জানি না। ফেসবুকে আসলে মনঃসংযোগ হারাই। এখানে খুব কম, মান খুবই কম মানুষ আছেন, যারা প্রকৃত বন্ধু হয়ে ওঠেন। দুঃখের হলেও ২০১১ সাল থেকে এখানে নিয়মিত থেকে এটাই অনুভব করেছি। আপনি ভাল থাকুন। কুশল কামনা করি।
Deleteভালো থেকো, তুমিও।
Deleteনিজের কবিতার লিঙ্ক খোলার আগে আমি আপনার লিঙ্কটা খুলি আজকাল। মনে হয় নিজের যে কথাগুলো আমি বলতে পারিনি সেগুলো আপনি অনায়াসে কবিতা বানিয়ে ফেলেছেন। আমার পাঠিকা হওয়া ছাড়া গতি নেই। আপনি কখনও নিরাশ করেননি আমায়।
ReplyDeleteশম্পা, সত্যি; এ আমার সৌভাগ্য। অনেক অনেক সুভেচ্ছা।
DeleteSame here, Sampadi.
Deleteআপনার লেখা এত সাবলীল আর স্বচ্ছ প্রতিটি আবেগ ছুঁয়ে যায় ৷ আবার মুগ্ধ হলাম
ReplyDeleteভালোবাসা।
Deleteআপনার লেখা পড়ার জন্য অপেক্ষা করেছিলাম...
ReplyDeleteশেষ কবিতা টা বাদ দিয়ে বাকি সব কবিতা দারুন লেগেছে ।
সত্যিই অপেক্ষা সার্থক হয়েছে
সত্যি, সৌভাগ্য আমার। ধন্যবাদ, আপনাকে।
Deleteপ্রথম তিনটি কবিতা খুব ভালো্ লেগেছে, মাসুদার।---আলতাফ হোসেন
ReplyDeleteধন্যবাদ, প্রিয়কবি।
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteকী আনন্দ ! অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানাই।
Deleteআপনার কবিতায় সব সময় আলাদা স্বাদ ভাই। তাই প্রতি সংখ্যায় চোখ রাখি ।
ReplyDeleteভালোবাসা জেনো, খালিদ।
Deleteমন ভরে গেল, আবার এক ছটফটানিও শুরু হল, যুগপৎ এমন অনুভূতির জন্যই তো ফিরে আসি আপনার কবিতার কাছে
ReplyDeleteভালো লাগলো আপনার মন্তব্যে। ধন্যবাদ আপনাকে।
ReplyDeleteস্মার্ট ও ঝকঝকে ভাষায় অপূর্ব লেখনী !
ReplyDeleteধন্যবাদ, কবি।
Deleteকালই পড়েছিলাম। আজ আবার পড়লাম। এত মরমী শব্দে শব্দে কবিতার শরীর গড়া যে বারবার এই কবিতাগুলো পড়তে ইচ্ছে করে। বুঝি কেন মাসুদার আমার কাছে এই সময়ের অন্যতম প্রিয় কবি। মুগ্ধতা জানিয়ে রাখি কবি।
ReplyDeleteকবি, আপনার উপস্থিতি আনন্দের। ধন্যবাদ জানাই।
Deleteবাহ্ অনেক ভালো লাগল কবিতাগুলো
ReplyDeleteধন্যবাদ আপনাকে।
Delete২য় কবিতাটা, সুন্দর। কবিতাগুলো পড়তে পেরে ভালোলাগছে। :)
ReplyDeleteধন্যবাদ।
Deleteভালো লাগলো। :-)
ReplyDeleteভালো লাগলো। :-)
ReplyDeleteভালোবাসা ।
Deleteকি সুন্দর কবিতাগুলি। ভালো লাগলো খুব। ধন্যবাদ বাক ও মাসুদার ভাই
ReplyDeleteধন্যবাদ।
Deleteসুন্দর।
ReplyDeletekhub valo laglo poet.
ReplyDeleteধন্যবাদ।
Deleteভাল লাগলো ঝরঝরে কবিতাগুলো
ReplyDeleteধন্যবাদ।
ReplyDeleteআচ্ছা ভাইয়া করুক্ষেত্র আর যুদ্ধক্ষেত্র কি এক ?
ReplyDeleteধন্যবাদ ।
ReplyDelete