নষ্ট কথা আছে সাবধান
ব্লাউজের নীচে কিছু মসৃণ কুয়াশা, নগ্নতা দেখবো বলে
কতবার স্বর্গ থেকে ঘুরতে ঘুরতে ধুলোর মর্ত্যে ছড়িয়েছি চোখ। শঙ্খের মতো বুক আর সাগর
অরণ্যে হারিয়ে যেতে কতবার নিরক্ষর আগুন জ্বেলেছি মূর্তি ইতিহাসের উত্তপ্ত ঠোঁটে ও
শরীরে।
অধঃপতন
ডুবে যেতে ইচ্ছে করে। স্তন, যোনি, রমনের দিগন্ত বিস্তৃত উরুর পাশে ছবি আঁকে সোনালী সেক্সের রোদেলা বিচ্ছুরণ।
আমি অচ্ছুত?
নারী তোমার সারা আকাশ,দিগন্তহীন মন নিয়ে আমার খুব ইচ্ছে হয় মুঠোয় করে ফিরে যেতে।
পড়ে থাক শরীর আগুনে, মাটিতে লোলাভ চোখের চেটে নেয়া লালায়।
যাবে, যাবে আমার সাথে
নারীর ব্রা, মেয়েমানুষের প্যান্টি ফেলে, কেবল
কেবল মানবী হয়ে জ্ঞানের মর্মস্থলে।
অধঃপতন
ডুবে যেতে ইচ্ছে করে। স্তন, যোনি, রমনের দিগন্ত বিস্তৃত উরুর পাশে ছবি আঁকে সোনালী সেক্সের রোদেলা বিচ্ছুরণ।
আমি অচ্ছুত?
নারী তোমার সারা আকাশ,দিগন্তহীন মন নিয়ে আমার খুব ইচ্ছে হয় মুঠোয় করে ফিরে যেতে।
পড়ে থাক শরীর আগুনে, মাটিতে লোলাভ চোখের চেটে নেয়া লালায়।
যাবে, যাবে আমার সাথে
নারীর ব্রা, মেয়েমানুষের প্যান্টি ফেলে, কেবল
কেবল মানবী হয়ে জ্ঞানের মর্মস্থলে।
মায়ের রান্নাঘর,মধ্যদুপুর
১লা জানুয়ারী,২০১৭
১লা জানুয়ারী,২০১৭
আয়নার জন্য ছায়ায়....
ডাক পিয়নের মতো সন্ধানী চোখ
যেভাবে খুঁজে নেয়-
কেয়ার অফ ভালবাসা।
যেভাবে আলো দেখায় একা হিম শীতল
নারীর বুকের বাতিঘর দাউ দাউ
আগুন
সেখানে প্রতিপ্রশ্ন ছুঁড়ে দিয়ে,
জেগে থাকে প্রশ্ন
পাত্রী চাই, প্রেমিকা চাই
কিংবা
রোদের মতো
সঙ্গী
পল অনুপল বন্ধু বুক চিরে দেখা
তোলপাড় অহঙ্কারে........
ছাদ,সন্ধ্যা
২৩শে ডিসেম্বর,২০১৬
প্রাপ্তবয়স্কদের জন্য...
ফেলে রেখে গেছো অবগাহন, বুকের দুপুর। মন্ত্রমুগ্ধ নগ্নতার কিছু ঘ্রান। স্নানঘরের হালকা আলো নিরিবিলি একা হরিৎ হননে রাঙালো হাত।বিলাসী নদীর সৌন্দর্য নিপুন আরশীতে, তোমার।প্রতিদিন নিজেকে ফেলে যাও,তুমি জানো না।অমেয় সাহসী সাবান ফেনায় মেখে রাখে নগ্নতার সামুদ্রিক সীমানা, তোমার শরীরের একান্ত নির্জনতা করতলে তুলে মেখে নিতে নিতে তুমি ভেবে খেলা করি জলের শিৎকারে!
রাজপথ,সন্ধ্যা
১৮ই ডিসেম্বর,২০১৬
তোমায় ছড়াবো
পাললিক মাঠে..
আকাশের বারান্দায়
মেঘের চিত্রকলা দেখে দেখে রোদ্দুরে হেঁটে যাচ্ছি। তুমি এম্বুলেন্সের লাল বাতির মতো ছুটে
যাচ্ছো। দাঁড়িয়ে
আছি তোমার দিকে নিজস্ব ঘরের ভেতর ফুটপাত জুড়ে। বুকের ভেতর আগুন লেগেছে বলে তোমার দিকে
বাড়িয়েছি হাত উজান হাওয়ায় সুনীল সাহস মেলে, শিউলি ভোরে ঝরে
পড়ছে নদী।সেখানে তুমি সভ্যতা, জলের ধুলোয় জলমগ্ন গমন,দ্বিধাহীন প্রেম।
বেডরুম,সকাল
১৭।১২।২০১৬
১৭।১২।২০১৬
(চিত্রঋণ : দিয়েগো রিভেরা)
তোমায় ছড়াবো পাললিক মাঠে
ReplyDeleteদাও আরও ছড়িয়ে দাও
তোমায় ছড়াবো পাললিক মাঠে খুব সুন্দর
ReplyDelete' সোনালি সেক্সের রোদেলা বিচ্ছুরণ' ... দারুণ ! ভালোবাসা জানাই কবিকে...
ReplyDeleteবড়ো ভাল লাগল পড়ে। প্রত্যেকটাই ভাল লাগল খুব। :)
ReplyDelete