আকাশপাতাল
গ্রাম ভাবছে গ্রাম্য মানুষ
শহুরে পাখি তাকে উড়তে বলছে
মাটিতে কান পেতে হৃদকমল কমলারঙ
শেকড়ের সংসার জলগাথা
রচনা করেই চলেছে
শহুরে পোকা তাকে খুঁড়ে যেতে বলছে
মাটিতে বিশেষ কিছু নেই
যেটুকু উপরে
যেটুকু তলায়
বয়েসকাল
কেঁদেই যাচ্ছো ফুলের পাপড়ি কাহিনী
ইনিয়েবিনিয়ে কুঁকড়ে যাচ্ছ শেষবেলা
গন্ধমলিন বাদামী ভাবের দিকে
ভাবসাব পাড়ি দিচ্ছে
নতুন বেলাকে সাঁঝবেলা মনে হয়না তবুও
জোনাকিদের ডাকাডাকি আনন্দখোঁজ
স্টেশানঃ গীতাঞ্জলী
হলুদপাতার একপিঠে
মোদগোল্য গোত্র কুম্ভরাশি রাক্ষস গন শতভিষা নক্ষত্র
ছিঁড়ে যাওয়া অন্যপিঠে
টালীজ নালা কিংবা আদিগঙ্গা নৌকাআদি
গঞ্জে কারা
কারা যেন?
BHALO LEGECHE SIR.... AKASH PATAL HEBI
ReplyDeleteআকাশ পাতাল লাগল খুব।
ReplyDeleteপ্রবীর'দা কবিতা আমার বড় প্রিয়। উনার 'কবিতা সমগ্র' আমার সংগ্রহে ও পাঠে আছে এখনও।
ReplyDelete