বাক্ ১০৭ : অরবিন্দ বর্মন



চাঁদফুল ও অন্যান্য



১।

আহত ঠোঁটের টুকরো
যেন ওমবনের হাওয়ায় ভেজা চাঁদফুল


২।
জ্যোৎস্না বিলিয়ে যাচ্ছে ডোরাকাটা চোখ
ও নাভির ক্ষেত্রফল
খুব রাতে
জ্যোৎস্না ভারী হতে থাকে


৩।

দু-ইঞ্চি অভিমানে
বাসন্তীর চুল ভিজে যায়


                                (চিত্রঋণ : The Dream by Henri Rousseau)


12 comments:

  1. "আহত ঠোঁটের টুকরো
    যেন ওমবনের হাওয়ায় ভেজা চাঁদফুল"
    বেশ লাগলো

    ReplyDelete
  2. ইঞ্চিতে ইঞ্চিতে বয়ে গেল জ্যোৎস্না। সুন্দর লাগল।

    ReplyDelete
  3. খুব রাতে জোৎস্না ভারী হতে থাকে
    ...দুর্দান্ত

    ReplyDelete
  4. ছোট্টো বেশ। প্রথম দু'টো খুব দারুণ লাগল

    ReplyDelete
  5. তিন তিনটি 'চাঁদফুল'। দুর্দান্ত...

    ReplyDelete
  6. ডোরাকাটা চোখ ও নাভির ক্ষেত্রফলের যোগফল

    ReplyDelete