বাক ১০৭ : ধীমান চক্রবর্তী



স্বপ্ন : সরলরেখা

জল ততটাই স্বচ্ছ। গাছে গাছে ক্লোরোফিল আর
শেরপা। আন্তর্জাতিক কারবারে চুপচাপই
   ঠাকুরদা ঘড়ি
স্বপ্ন রাত্রিবেলা থাবা চাটে। পাশ ফিরে শোয়
স্বপ্ন দেখতে দেখতে। চোখগুলি কখনো উল্লাস
কখনো মোটরসাইকেল
জীবন-মৃত্যু নিয়ে কিছু বোলো না।
একমনে পাখি বাজায় কেউ।
ঢিলেঢালা রেলগাড়ি বিয়ে করতে চলেছে অবলুপ্ত শহর।
ক্যামেরা থেকে খুলে রাখা লেন্সটি
অস্পষ্টভাবে তোমার কথা বলছে।
বলছে দরজার বাইরে একা শুয়ে থাকা
সরলরেখাটির কথা।



স্বপ্ন : ছক্কার আগে

ভালো আর আলোর হাতগুলি।
রেশমদড়ি নিয়ে ঘুরছে নীল এক্কাগাড়ি।
তাহলে তো স্মৃতিসৌধ আশেপাশেই হবে।
সমুদ্র গড়িয়ে পড়ব পড়ব খেজুর পাতায়।
লালবাতি জ্বেলে
রাখো কৃষ্ণকথায়। কোয়েলিয়া কোয়েলিয়া –
গেয়ে উঠছে শিশি-র বাইরে ছলকে পড়া
টম্যাটো সস্।
এক আঙুল অন্ধকার।
দেওয়ালে একা একা ঝুলছে।
তালপাতায় ঘুমানো স্বপ্ন। কে যেন ছক্কা ফেলল।
ঝুলছে ঈর্ষা আর হাইফেন। পাশাপাশি

                                (চিত্রঋণ : দ্য সেভেন্থ সীল/ ইঙ্গমার বার্গম্যান)

2 comments:

  1. এক আঙুল অন্ধকার ।
    দেওয়ালে একা একা ঝুলছে।
    তালপাতায় ঘুমানো স্বপ্ন। কে যেন ছক্কা ফেলল ।
    ঝুলছে ঈর্ষা আর হাইফেন । পাশাপাশি । ( ধীমানদা )

    ReplyDelete
  2. দারুণ এক 'স্বচ্ছ' ইমেজ সঙ্গে করে শব্দগুলো এগিয়ে আসে। ভালো লাগে এমন কবিতা। এমন ২টি কবিতা পড়বার সুযোগ করে দেবার জন্য ধন্যবাদ জানাই, ধীমান'দা।

    ReplyDelete