বাক্ ১০৭ : মনোজ দে



হানিমুন

যদি ঢেউ বলে ডাকি
ও আমার আজন্ম সমুদ্র, বান্ধবীপরাগ
সংকলনের আগের দৃশ্য
যে নিপুণ পারদর্শিতায় জাতিস্মর হয়ে ওঠে

কুরুশ সোহাগে তুমি বন্ধনী এঁকেছ
ঘর ঘর খেলা
মাঠ বেঁধে নিচ্ছে
    ফসলদুনিয়া

অপরাধবোধ
তীব্র অপরাধ বোধ
        বুকে
আমরা নুন আবিষ্কারে নামি



পূর্ণিমা

কলঙ্কে মানান      সই চাঁদ
বাঁশি আসে।
   কীর্তনিয়া

স্তোত্র ভুলে যায় জানালার'পরে
বান্ধবীর অবয়ব। রাধা চূর

শ্রীকৃষ্ণকীর্তন মনে আসে। আর ফুকো
যখন উজ্জ্বল চাঁদ, রাধাজন্ম সাথে


                                (চিত্রঋণ : প্রাচীন গ্রীক ভাস্কর্য)

6 comments:

  1. তীব্র অপরাধ বোধ বুকে
    আমরা নুন আবিষ্কারে নামি


    অপরাধ জাগলে আমরা কেঁদে ফেলি । না হলেও কান্নার চেষ্টা করি ।

    ReplyDelete
  2. হানিমুন, ...মনে লেগেছে

    ReplyDelete
  3. পূর্ণিমায় নেশা লাগল।

    ReplyDelete
  4. দুটো কবিতা-ই চমৎকার! ভালোবাসা রেখে গেলাম, মনোজ...

    ReplyDelete
  5. হানিমুন ভালো হয়েছে...।@অভিশেক

    ReplyDelete