ঢেউ থেকে কিছুটা দূরে যে মেধাবী হাওয়া
খসে পড়ে সব দায়ভার
তোমাকে নির্লজ্জ বলে
তোমাতেই চোখ
দয়াময়, সত্যমিথ্যা নয়
এ এমনই অঙ্গার
একটি বিষণ্ন ডালের ওপর চার-পাঁচটি পাখি রাখব না ঠিক করেছি
কেননা একাকী ডাল আর তার একান্ত খটখটে মরিয়া
একা একাই ভালো ...
অধিক সন্ন্যাসির গাজন
চার পাঁচজনের মধ্যে দুঃখ ...ভাগ করা যায় না
অথবা একটি পাখি। একা একাই সম্রাজ্ঞী
কালো...
(চিত্রঋণ : Georgia O Keeffe)
ReplyDeleteঢেউ থেকে কিছুটা দূরে যে মেধাবী হাওয়া
এই হাওয়ার সাথে তামাক মিশিয়ে একটা সুখটান দিতে চাই ।
ভালো লেগেছে প্রথম কবিতা
বেশ।
ReplyDeleteচার-পাঁচজনের মধ্যে সত্যিই দুঃখ ভাগ করা যায় না। ২য় অংশটি সত্যিই খুব লেগেছে।
'বিষণ্ণতার পাশে একা ভালো' চমৎকার অনুভব। ভালো লাগলো, মানস...
ReplyDelete