উদ্যান
অভিকর্ষজ তারে
শুকোচ্ছে মেঘ। তার কাপড় থেকে
অর্গাজম হয়
পেছন থেকে কে যেন সময়টাকে ঠেলে দিচ্ছে
বুঝতে পারি,
আমার পুঁইশাকের দিন চলে এসেছে
অর্গাজম হয়
পেছন থেকে কে যেন সময়টাকে ঠেলে দিচ্ছে
বুঝতে পারি,
আমার পুঁইশাকের দিন চলে এসেছে
যেতে যদি দীর্ঘ
হয় কোন কমলালেবু আর থাকবে না
ঝাঁকে ঝাঁকে সাজানো বইয়ের আলমারিতে
এখন পাউডার জমে
বাবুইয়ের থোকা ছোপ ফেলে নিরাময় যাপনে
কুয়োর পাইপে
রোজ ঝুলতে থাকে একটা কলসীর লাশ
ঝাঁকে ঝাঁকে সাজানো বইয়ের আলমারিতে
এখন পাউডার জমে
বাবুইয়ের থোকা ছোপ ফেলে নিরাময় যাপনে
কুয়োর পাইপে
রোজ ঝুলতে থাকে একটা কলসীর লাশ
(চিত্রঋণ : দিয়েগো রিভেরা)
সাবজেক্ট অবজেক্টের এক চুড়ান্ত বিনিময় খেলা রয়েছে এ কবিতায়, চলুক
ReplyDeleteঅবজেক্ট লুকিয়ে আছে গাছের পিছনে । আর তার ছায়া দেখা যাচ্ছে মাটিতে...☺
Deleteআহা মেঘ শুকোচ্ছে। শুকোক
ReplyDeleteপারলে একটু তোয়ালা টা দিয়ে মুছে দিস
Delete"বাবুইয়ের থোকা ছোপ ফেলে নিরাময় যাপনে
ReplyDeleteকুয়োর পাইপে
রোজ ঝুলতে থাকে একটা কলসীর লাশ" - শেষটুকু খুব বেশ। আরেকটু মিতব্যয়ী হয়ে কিছুটা পাঠকের কল্পনার ওপর ছাড়লে আমার আরো ভাল লাগত আর কি।
এই লেখাটাকে এভাবেই রেখেছি...ধন্যবাদ আপনাকে ..👍👍
Deleteআপনার মনের মন্তব্যটি তুলে ধরলেন খুব ভালোভাবে
আহা ! কী চমৎকার... ভালোলাগা ভীষণ
ReplyDeleteধন্যবাদ আপনাকে । উৎসাহ ছড়িয়ে দিলো ফুলের দিকে দিকে
Deleteভালো লাগল
ReplyDeleteধন্যবাদ আপনাকে
Delete