লাভ-স্টোরি
লাভস্টোরি ১
মাফলার
কুরুশকাঁটা
ছোপ ছোপ মা...
সব মায়েরই একটা করে কুরুশকাঁটা থাকে
আর সব বাবারই একটা করে মাফলার...
লাভস্টোরি ২
এক পাটি জুতো... শুকতারা...
সিন্ড্রেলা উড়ে যাচ্ছে... মিশে যাচ্ছে গ্যালাক্সিতে
লাভস্টোরি ৩
মীরা--কৃষ্ণ
প্রেম আসলে মরণের মতো শুনতে ভজন
লাভস্টোরি ৪
প্রেমিকের মতো যাওয়া...
দু-জিভ দিয়ে ...লিকিং
অনিচ্ছুক বেশ্যার মতো...
লাভস্টোরি ৫
আমিও তো ভালবাসতাম।
আমি ভালোবাসতাম কই?
ফাঁপা হৃদপিন্ড
রাস্তা ফুরোয় না... নিজের ভেতর...নিজের আধখোলা... “তারে ধরি ধরি মনে করি”
লাভস্টোরি ৭
রামধনু ইল্লিগ্যাল
তবু তারা আকাশ বাঁধতে চেয়েছিল ঘরের
মতো করে...
(শিল্পঋণ : রদ্যাঁ)
প্রতিটি লাভস্টোরি চমৎকার।
ReplyDeleteপড়ার জন্য ও মতামত দেওয়ার জন্য অশেষ কৃতজ্ঞতা
DeleteAMAR SESHER EKDOM SESH LINETA SEI LEGECHE....@AVISHEK
ReplyDeleteইয়াস। হামকো পতা হ্যায়। হুব্বা হুব্বা
Delete১, ৭ খুব ভালো লেগেছে
ReplyDeleteপড়ার জন্য ও মতামত দেওয়ার জন্য অশেষ কৃতজ্ঞতা
Deletekhub valo likhechis....khub valo.....shuvechcha
ReplyDeleteপড়ার জন্য ও মতামত দেওয়ার জন্য অশেষ কৃতজ্ঞতা
Deletekhub valo likhechis....khub valo.....shuvechcha
ReplyDeleteমন্তব্য জানিয়েছি। আবারও মুগ্ধতা রেখে যাই...
ReplyDeleteকৃতজ্ঞতা প্রিয় কবি...<3<3
Deleteদু-তিন বার ভাল করে ওপর নিচ করে দেখলাম, লাভ স্টোরি ৬ কোথায়?
ReplyDeleteনাকি সাতে-পাঁচে থাকা বা না-থাকার ইঙ্গিত দিয়ে ৬ কে সরিয়ে নেওয়া? :)
খুব ভাল লাগল পড়ে। পাথরের ওপর খোদাই ছোট ছোট পংক্তির মত। রদ্যাঁঁর ভাস্কর্যের ছবি দেওয়া সার্থক।
৭-এ আর ৫-এ থাকতেই হয়।
Deleteকৃতজ্ঞতা পড়ে মতামত দেবার জন্য। - রেনেসাঁ