চাঁদফুল ও অন্যান্য
১।।
আহত ঠোঁটের টুকরো
যেন ওমবনের হাওয়ায় ভেজা চাঁদফুল
১।।
আহত ঠোঁটের টুকরো
যেন ওমবনের হাওয়ায় ভেজা চাঁদফুল
২।।
জ্যোৎস্না বিলিয়ে যাচ্ছে ডোরাকাটা চোখ
ও নাভির ক্ষেত্রফল
খুব রাতে জ্যোৎস্না ভারী হতে থাকে
ও নাভির ক্ষেত্রফল
খুব রাতে জ্যোৎস্না ভারী হতে থাকে
৩।।
দু-ইঞ্চি অভিমানে
বাসন্তীর চুল ভিজে যায়
"আহত ঠোঁটের টুকরো
ReplyDeleteযেন ওমবনের হাওয়ায় ভেজা চাঁদফুল"
বেশ লাগলো
ভালোবাসা দাদা
Deleteইঞ্চিতে ইঞ্চিতে বয়ে গেল জ্যোৎস্না। সুন্দর লাগল।
ReplyDeleteধন্যবাদ।
Deleteখুব রাতে জোৎস্না ভারী হতে থাকে
ReplyDelete...দুর্দান্ত
ভালোবাসা দোস্তো।
Deleteছোট্টো বেশ। প্রথম দু'টো খুব দারুণ লাগল
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
Deleteধন্যবাদ ও ভালোবাসা বন্ধু
Deleteতিন তিনটি 'চাঁদফুল'। দুর্দান্ত...
ReplyDeleteডোরাকাটা চোখ ও নাভির ক্ষেত্রফলের যোগফল
ReplyDelete