নীলনোট 
খসখসে পাতায় রগরগে
কিছু কথা
কিছু ব্যথা, গল্পকথা
একটুকরো গোলাপ
আর একটা সুইসাইড নোট
কিছু কথা
কিছু ব্যথা, গল্পকথা
একটুকরো গোলাপ
আর একটা সুইসাইড নোট
বলে যায় একটা পোড়া ঠোঁটে জ্বলা
সিগারেটের 
সাদা
ধোঁয়ায় লুকানো কালো সহস্রাব্দের ইতিহাস
খোলামকুচির
গোলাম জানে
নষ্ট শ্বাসের মানে
নষ্ট শ্বাসের মানে
মালিকের চাবুকের আঘাত
আর রক্তের গন্ধ পৌঁছে দেয়
নরকের সহবাসে
আর রক্তের গন্ধ পৌঁছে দেয়
নরকের সহবাসে
প্রেমিকার চুম্বন তার খিদে মেটায়
না, তাই 
পাতাল
রেল এর ভিখিরির পাঁজর গুনে সময় হিসেব হয় 
প্রত্যেক অক্ষর এর
হিসেব হয় প্রত্যেক মৃত্যুর
তার থেকে জন্ম নেয় বিষ
হায় সভ্যতা!
হিসেব হয় প্রত্যেক মৃত্যুর
তার থেকে জন্ম নেয় বিষ
হায় সভ্যতা!
তুমি
কি আজও বোঝো না
তুমি কেন নীল?
তুমি কেন নীল?
আমি কেন বিষাক্ত?
এরপর আবার সকাল হবে
আবার বাঁচবে তুমি সভ্যতা
আবার জন্ম নেবে জহর
নীল বুদ্বুদের সাদা ধোঁয়ায়
আবার বাঁচবে তুমি সভ্যতা
আবার জন্ম নেবে জহর
নীল বুদ্বুদের সাদা ধোঁয়ায়
খসখসে পাতায় নীল কালি
সেজে লিখবে সুইসাইড নোট
সেজে লিখবে সুইসাইড নোট
আর আমি আবার কবি হব! 
তাই না সভ্যতা...

 
প্রতি মৃত্যুর হিসাবে বিষের জন্ম ~এই সভ্যতা
ReplyDeleteশব্দ এবং বিন্যাস নিয়ে আবার ভাবতে পারেন।
ReplyDeleteএই কবিতার ভাব, তার উপাদান যথেষ্ট সমৃদ্ধ।